Hi, Guest! Login Register

বিংশ শতাব্দীর সবচেয়ে স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত অ্যাডলফ হিটলারের যে ৫টি বিষয় আপনার অজানা?

HomeCurrent Affairsবিংশ শতাব্দীর সবচেয়ে স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত অ্যাডলফ হিটলারের যে ৫টি বিষয় আপনার অজানা?

অ্যাডলফ হিটলার, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক স্বৈরাচারী শাসকের চেহারা। জার্মানিদের কাছে মহানায়ক হিসেবে পরিচিত হলেও তিনি বিংশ শতাব্দীর সবচেয়ে স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত।
কঠোর এই মানুষটির জীবন ছিল বিচিত্র তথ্যে ভরপুর। চলুন হিটলার সম্পর্কে অবাক করা কিছু তথ্য জেনে নেওয়া যাক-
5996bdbc1d2a4

প্রেমে পড়েছিলাম ইহুদি তরুণীর

শোনা যায় ইহুদি বিদ্বেষী ছিলেন হিটলার। তবে অবাক করা বিষয় হলো এই হিটলারই স্কুলের ছাত্র থাকাকালীন সময়ে প্রেমে পড়েছিলেন এক ইহুদি মেয়ের। স্টেফানি ইসাক নামের এই মেয়েটিকে অবশ্য ভালোবাসার কথা জানাননি তিনি। কারণ, তাঁকে দেখলেই দারুণ লজ্জাবোধ করতেন হিটলার।

হতে চেয়েছিলেন ধর্মযাজক
তখন হিটলার বেশ ছোট। এক শীতে একটি লেকে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করেন একজন ধর্মযাজক। এই ঘটনাটি আলোড়িত করে তার মনকে। মনের কৃতজ্ঞতা আর ভালোলাগা থেকেই বড় হয়ে ধর্মযাজক হতে চেয়েছিলেন মাত্র ৪ বছর বয়সে।


জানতেন না গাড়ি চালাতে

কখনো ড্রাইভিং শেখেননি হিটলার, শেখার চেষ্টাও করেননি। অনেকে মনে করে করেন তার মনে এক ধরনের ভয় কাজ করত। গাড়ি চালনায় দক্ষ না হলে, ব্যাপারটি সম্মানহানিকর হবে। তবে নিজের বিশাল সেনাবাহিনীকে ব্যক্তিগত চালকের মাধ্যমে গাড়ি চালিয়েই নেতৃত্ব দিয়েছেন।


ছিলেন ধূমপান বিরোধী

তরুণ বয়সে ব্যাপক ধূমপান করলেও একপর্যায়ে তিনি ধূমপানের বিরোধী হয়ে ওঠেন। সিগারেটের জন্য অর্থ ব্যয় করাকে অপচয় মনে করতেন তিনি। তাই হয়ত গণপরিবহনে ধূমপান নিষিদ্ধকরণে অ্যান্টি-স্মোকিং ক্যাম্পেইনও করেছিলেন।


অণ্ডকোষ ছিল একটি

হিটলার উর্বরতাজনিত সমস্যায় ভুগছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধরত অবস্থায় আঘাত পেয়েছিলেন। সার্জারিতে চিকিৎসক তার একটি অণ্ডকোষ বের করে ফেলেন। জীবন বাঁচানোর প্রয়োজনেই এ কাজটি করতে হয়। ১৯১৬ সালে ব্যাটল অব সোমি-তে এমন ঘটনা ঘটেছিল।

Share this post on Social Network:
Google+ Pinterest

About Author

Total Posts [6]
ইমন খান
› Total Post: [6]
› This author may not interusted to share anything with others


2 Responses to “বিংশ শতাব্দীর সবচেয়ে স্বৈরাচারী শাসক হিসেবে আখ্যায়িত অ্যাডলফ হিটলারের যে ৫টি বিষয় আপনার অজানা?”

  1. ইমন খান ইমন খান says:

    tnx vai

Leave a Reply

You Must be Login or Register to Submit Comment.

Developed by Arman | Copyright 2016-19 © BDTips24.Com